Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০২৪

সংক্ষিপ্ত পরিচিতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করিতে প্রয়োজনীয় সরস্কার প্রস্তাব করিবার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে।

১৮ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব কামাল আহমেদ-কে কমিশন প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। উক্ত কমিশনে পরবর্তীতে একজন সদস্যকে কো-অপ্ট করা হয়। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করছে।

২১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে রাজধানীর ১১০, ১১২ সার্কিট হাউস রোড, ১৬তলা, ঢাকা ১০০০ এ অবস্থিত তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবে।