কামাল আহমেদ
কমিশন প্রধান
গণমাধ্যম সংস্কার কমিশন
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ স্বাধীনভাবে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন। দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় তাঁর কলাম নিয়মিত প্রকাশিত হয়। ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টেও তিনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর পূর্বে তিনি প্রথম আলো পত্রিকার পরামর্শক সম্পাদক, বিবিসি নিউ মিডিয়া ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সিনিয়র প্রযোজক, বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদক, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক এবং বিবিসির ঢাকা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি জাতিসংঘ রেডিওর পরামর্শক ছিলেন এবং ২০১২ সালে জাতিসংঘ রেডিওর বাংলা সম্প্রচার শুরু করেন। ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের বাংলা রেডিও সচল ছিল। তিনি একই সময়ে জাতিসংঘ রেডিওর হিন্দি ও উর্দু ভাষার কার্যক্রম শুরু করায় ভূমিকা রাখেন। এর আগে তিনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সহ-সম্পাদক ছিলেন। দৈনিক দেশ পত্রিকায় ১৯৮৬ সালে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন।
কামাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯ ডিসেম্বর ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।